
গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রকিব উদ্দিন মন্ডল বলেন, ১৫ ও ১৬ এপ্রিল মনোনয়নপত্র বাছাইকালে বিভিন্ন কারণে ২২জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। পরে তারা নির্বাচন কমিশনে আপীল করলে তারা প্রার্থীতা ফিরে পেয়েছেন।
ফিরে পাওয়া প্রার্থীরা হলেন-সংরক্ষিত আসন ১ নং ওয়ার্ডের (নারী কাউন্সিলর) কুলসুম, ৯নং ওয়ার্ডের রওশন আরা ও সুফিয়া আক্তার।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদের ৭নং ওয়ার্ডের মো. জহিরুল ইসলাম ও আক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের মো. কবির হোসেন, ২২নং ওয়ার্ডের মো. শাহজাহান সিরাজ, ২৭নং ওয়ার্ডের মো. রফিকুল ইসলাম, ৩১নং ওয়ার্ডের মো. রফিকুজ্জামান, ৪৬নং ওয়ার্ডের মো. রঞ্জুল ইসলাম রঞ্জু, ৪৭ নং ওয়ার্ডের মো. সাদেক আলী, ৫১নং ওয়ার্ডের মো. মাসুম বিল্লাহ ও মো. আমজাদ হোসেন, ৫২ নং ওয়ার্ডের মো. জাহাঙ্গীর হোসেন এবং ৫৩ নং ওয়ার্ডের সৈয়দা রিফাত সুলতানা।
এনিয়ে সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বির সংখ্যা হলো ৮৭ এবং সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বির সংখ্যা হলো ২৮৭জন।
তবে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো. আফসার উদ্দিনের মনোনয়ন বাতিল হলেও তিনি আপীল করেননি। মেয়র পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন ৯জন।
এনিয়ে সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বির সংখ্যা হলো ৮৭ এবং সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বির সংখ্যা হলো ২৮৭জন।
তবে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো. আফসার উদ্দিনের মনোনয়ন বাতিল হলেও তিনি আপীল করেননি। মেয়র পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন ৯জন।