
গাজীপুর, ২১ এপ্রিল- অবশেষে মনোনয়ন প্রত্যাহারের আগের রাতে সমঝোতায় পৌঁছালো ২০ দলীয় জোটের দুই ভোটবন্ধু-জোটসঙ্গী—বিএনপি ও জামায়াত। কিছু কাউন্সিলর পদে ছাড়ের বিনিময়ে মেয়র পদে জোটসঙ্গীকে ছাড় দেওয়ার সিদ্ধান্তে একমত হয়েছে জামায়াত। দল দু’টির দায়িত্বশীল নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, রবিবার (২২ এপ্রিল) মনোনয়ন প্রত্যাহারের শেষদিন।
জানা গেছে, শনিবার রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক থেকেই প্রার্থী-জটিলতা দূর করতে জামায়াতের সঙ্গে যোগাযোগ করে বিএনপি। আর ফোনালাপের মধ্য দিয়েই সমাধান হয় দুই দলের মুখোমুখি অবস্থানের।
বিএনপি ও জামায়াতের নেতারা জানান, গাজীপুরে অন্তত ছয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে জোটগত সমর্থন চায় জামায়াত। আর এই প্রত্যাশায় বিএনপিকে ছাড় দেওয়ার শর্তেই মেয়র পদে দল-সমর্থিত প্রার্থী এস এম সানাউল্লাহকে নির্বাচন থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।
জামায়াতের নেতারা জানান, গাজীপুর সিটিতে প্রার্থিতা প্রত্যাহার করলেও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জোটের মনোনয়ন চায় দলটি। এ দাবিতে জামায়াত এখনও অনড় অবস্থানে রয়েছে। দলটির নেতাদের আশা, সিলেটে অন্তত জামায়াতের প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি।
এই প্রসঙ্গে শনিবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা সেটেলড হয়ে গেছে। গাজীপুর সিটি করপোরেশ নির্বাচনে জোটের একক প্রার্থীই থাকবে।’
এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘কিছুক্ষণ আগে খবর এসেছে গাজীপুরে মেয়র পদে সেটেলড হয়ে গেছে। কিন্তু কাউন্সিলর পদে আমাদের কিছু দাবি আছে। আমাদের দাবি পুরোটা এখনও মানা হয়নি। আমাদের অনুরোধ অব্যাহত আছে। আশা করি সমাধান হবে।’
তবে সিলেট সিটি করপোরেশন নিয়ে এখনও সেটেলড হয়নি বলে জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘আমরা চাই সিলেট চাই, এটা চাইব। এতে আমরা অনড় আছি। আমরা তো একটা পেতেই পারি।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘সিলেটে ২০ দলীয় জোট ভোট দিলে আমাদের প্রার্থী খুব ইজিলি নির্বাচিত হবেন।’
সূত্র: বাংলা ট্রিবিউন