
গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবে বিএনপি। রাতে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক শেষে, এই সিদ্ধান্ত জানান, দলটির মহাসচিব- মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা– সেই সিদ্ধান্ত নিতেই সন্ধ্যা সাতটায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন, দলের শীর্ষ নেতারা। প্রায় দু’ঘন্টা ধরে চলে এই বৈঠক। পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শংকা থাকলেও, আন্দোলনের অংশ হিসেবেই– এই দুই সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি।
তবে প্রার্থী কারা হবেন, সেবিষয়ে সংশ্লিষ্ট এলাকার নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।