গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিএনপির প্রার্থী ও বেলা ২টার দিকে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। আগামী ১৫-১৬ এপ্রিল মনোনয়নপত্র বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৩ এপ্রিল পর্যন্ত।
আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে বিএনপির মেয়র প্রার্থী ও প্রাক্তন সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম, সোহরাব উদ্দীন, মীর হালিমুজ্জামান ননী প্রমুখ।
সূত্র আরও জানায়, বেলা ২টার দিকে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন, আব্দুল হাদী শামীম, মো. মুজিবুর রহমান, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ।
জাহাঙ্গীর আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ২০১৩ সালেও আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হতেন। কিন্তু ধর্মীয় উস্কানি দিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করায় আওয়ামী লীগের প্রার্থীকে হারতে হয়। এবার সবকিছু ঠিক থাকলে আমরা লক্ষ ভোটের ব্যবধানে জয় লাভ করবো।
জাহাঙ্গীর আলম বলেন, আমি প্রতিপক্ষ দলের প্রার্থীকেও স্বাগত জানিয়েছি। গণতন্ত্রের ধারা বজায় রেখে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গাজীপুর সিটি নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে বলে আমার বিশ্বাস। নৌকার জয় হবে গাজীপুরে।
জাহাঙ্গীর আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ২০১৩ সালেও আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হতেন। কিন্তু ধর্মীয় উস্কানি দিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করায় আওয়ামী লীগের প্রার্থীকে হারতে হয়। এবার সবকিছু ঠিক থাকলে আমরা লক্ষ ভোটের ব্যবধানে জয় লাভ করবো।
জাহাঙ্গীর আলম বলেন, আমি প্রতিপক্ষ দলের প্রার্থীকেও স্বাগত জানিয়েছি। গণতন্ত্রের ধারা বজায় রেখে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গাজীপুর সিটি নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে বলে আমার বিশ্বাস। নৌকার জয় হবে গাজীপুরে।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল জানান, গত ৩১ মার্চ ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ভোট গ্রহণ হবে আগামী ১৫ মে।