
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দলের নেতা-কর্মী সমর্থকদের নিয়ে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষদিনে সকাল থেকেই প্রার্থী, কর্মী ও তাদের সমর্থকদের গাড়ি ভাড়া করে লোকজন নিয়ে রিটার্নিং কর্মকর্তার অফিস জেলা শহরের রথখোলার বঙ্গতাজ অডিটরিয়ামের দিকে ছুটতে থাকে। এ সময় প্রার্থীদের ব্যানার, পোস্টার ও দলীয় প্রতীক নিয়ে মিছিল ও সমাবেশ করে তাদের কর্মী-সমর্থকরা শোডাউন করেছে।
দুপুর না গড়াতেই প্রার্থীদের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে আশপাশের এলাকাসহ পুরো শহর সরগরম হয়ে ওঠে। সৃষ্টি হয় যানজটের। রিকশা পর্যন্ত চলার উপায় ছিল না। এ যেন ছিল নির্বাচনী আচরণবিধি ভঙ্গের মহোৎসব।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, গাজীপুর সিটি করপোরেশনের এবারের নির্বাচনে শেষ দিন পর্যন্ত মোট ৩৯৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, বিএনপি সমর্থিত দলের নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারসহ মেয়র পদে মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া জাসদের রাশেদুল হাসান রানা, ইসলামী ঐক্যজোটের মো. ফজলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাসির উদ্দিন, ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন, কমিউনিস্ট পার্টির গাজী রুহুল আমিন, স্বতন্ত্র ফরিদ উদ্দিন, মো. আফছার উদ্দিন ও মো. সানাউল্লাহ মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে দাখিল করেছেন। সাধারণ কাউন্সিলর পদে ২৯৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন, আবদুল হাদী শামীম, মো. মুজিবুর রহমান, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সফিকুল আলম বাবুল, আবদুর রউফ নয়ন, অধ্যক্ষ মো. মহিউদ্দিন মহি, কাজী ইলিয়াস, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতিসহ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জাহাঙ্গীর আলম বক্তব্য দিতে গিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দর ও বাসযোগ্য মহানগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৫-১৬ এপ্রিল এবং প্রার্থিতা (মনোনয়নপত্র) প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। ২৪ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ১৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ৩১ মার্চ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠার পর হতে এটি হবে এ সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন।
এবার গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলকে নিয়োগ দেওয়া হয়েছে।