
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী স্ত্রী নাসরিন আক্তার মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আওয়ামীলীগ মনোনীত স্বামী মো. মাজহারুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
ওই ওয়ার্ডে এই স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, নাসরিন আক্তার মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় ৪৪ নম্বর ওয়ার্ডে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। ২৩ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার শেষ হলে একমাত্র প্রার্থী হিসেবে মাজহারুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হবে।
মাজহারুল বলেন, “এই ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে আর কেউ মনোনয়নপত্র জমা দেয়নি।
“সেদিনই আমার স্ত্রী নাসরিনের নামে মনোনয়নপত্র তুলে জমা দেওয়া হয়। কোনো কারণে একটি মনোনয়নপত্র বাতিল হয়ে গেলেও অন্যটি যাতে বৈধ থাকে – এই ছিল উদ্দেশ্য। কিন্তু দুটি মনোনয়নপত্রই বৈধ হয়। নাসরিন আর আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যায়নি।”