
সকালে মেয়র পদে গাজীপুরের মতিউর রহমান, অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, কামরুল আহসান সরকার রাসেল, জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার আবেদনপত্র সংগ্রহ করেন গাজীপুরের সাইফুল ইসলাম।
এদিকে সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুই সিটি করপোরেশনের মেয়র পদে সংগ্রহ করা মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৭ জন এবং খুলনা থেকে দুইজন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। শনিবার সকাল ১০ টায় এই নয়জনের সাক্ষাৎ গ্রহণ করা হবে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে। দুই সিটি করপোরেশনে ভোট গ্রহণ হবে ১৫ মে।