
গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দুই মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর প্রার্থীদের নামও চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে মেয়র প্রার্থীর পাশাপাশি দুই সিটির কাউন্সিলর প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।
বৈঠকে দেশের ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নামও চূড়ান্ত করা হয়। এ ছাড়া কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ এবং ঢাকা ও রাজশাহীর দুটি পৌরসভা নির্বাচনেও দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয় বৈঠকে।
প্রসঙ্গত, গাজীপুরে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং খুলনায় তালুকদার আবদুল খালেক মেয়র পদে ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন।
নিচে গাজীপুর সিটির আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীদের নাম: