
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ, বিএনপিসহ ৭ মেয়র প্রার্থী।
বৃহস্পতিবার সকালে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গতাজ অডিটরিয়ামে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি একেএম ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সোরহাব উদ্দিন ও শ্রমিকদলের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি সালাউদ্দিন সরকার।
এরপরই ইসলামী ঐক্যজোটের নেতা ফজুলর রহমান তার মনোনয়নপত্র জমা দেন। তার সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মীরা।
বেলা সোয়া একটার দিকে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মহানগর অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম দলীয় নেতাদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলীম উদ্দিন বুদ্দিন, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহি ও কাজী ইলিয়াস।
এছাড়া ইসলামী শাসনতন্ত্রের মেয়র প্রার্থী নাসির উদ্দিন, মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ সানাউল্যা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে এবং আওয়ামী লীগ নেতা আফসার উদ্দিন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে বুধবার দুপুরে জাসদ মনোনীত মেয়র প্রার্থী রাশেদুল হাসান রানা রির্টানিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা মনোনয়পত্র জমা দিয়ে তাদের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে সেবা দিতে নগরবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বৃহস্পতিবার বিকেল ৪ টা পযর্ন্ত এসব প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, যাচাই-বাছাই হবে ১৫-১৬ এপ্রিল এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল।আগামী ২৪ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে।