
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে রবিবার বিকেলে গাজীপুর আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি মিছিল গাজীপুর শহর প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় নেতা কর্মীদের উদ্দেশ্যে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে ঐক্যবদ্ধ হয়ে নৌকা বিজয়ের পক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জাহাঙ্গীর আলম সহ মহানগরের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ নয়ন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মুজিবুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ বি এম নাসির উদ্দিন নাসির, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এড: মনির হোসেন, মহানগর আওয়ামী লীগের সহদফতর সম্পাদক মাজহারুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ, গাজীপুর মহানগর আওয়ামী মহিলা লীগের সভানেত্রী সেলিনা ইউনুস প্রমুখ।
এ সময় গাজীপুর সাবেক পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন।