
দলীয় মনোনয়ন পাওয়ার একদিন পর গাজীপুরের সিটি করপোরেশনের বর্তমান মেয়র অধ্যাপক এমএ মান্নানের সঙ্গে দেখা করতে গেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকার। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি মান্নানের বারিধারার বাসায় যান।
হাসানউদ্দিন সরকারের সঙ্গে রয়েছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনসহ অন্যান্য নেতারা।
এমএ মান্নানও গাজীপুরের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দুজনের দূরত্ব কমিয়ে কাছাকাছি আসতেই হাসানউদ্দিন সরকার মান্নানের বাসায় যান বলে জানা গেছে।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, তাদের সম্পর্ক এমনিতেই নিবিড়। তারপরও আসন্ন সিটি নির্বাচনে এম এ মান্নানের পরামর্শ নেওয়ার জন্যই হাসানউদ্দিন সরকার তার বাসায় যান। কীভাবে নির্বাচন করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করবেন তারা।
এর আগে গতকাল সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী হিসেবে হাসানউদ্দিন সরকারের ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
'যৌক্তিক' কিছু কারণে বর্তমান দুই মেয়র গাজীপুরের অধ্যাপক এমএ মান্নান এবং মনিরুজ্জামান মনিকে মনোনয়ন দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য।