
অনলাইন ডেস্ক: এক মহিলা সাংবাদিকের গালে টোকা মেরে তুমুল বিতর্কে জড়ালেন তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। পরে ওই মহিলার কাছে ক্ষমা চেয়ে নিয়ে ৭৮ বছরের রাজ্যপাল বলেছেন, 'ও আমার নাতনির মতো'।
মঙ্গলবার তামিলনাড়ুর রাজভবনে একটি সাংবাদিক সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন মহিলা সাংবাদিক। সেখানেই ঘটে এই ঘটনা। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে রাজ্যপালের এই আচরণের নিন্দা করে চেন্নাই প্রেস ক্লাব দাবি জানায় যে, রাজ্যপালকে ক্ষমা চাইতে হবে।
তার আচরণ নিয়ে অভিযোগ ওঠার পরই মহিলা সাংবাদিককে মেল করে রাজ্যপাল জানান, 'তোমার প্রশ্নটা ভালো লেগেছিল। ওই প্রশ্নের প্রশংসা করতে গিয়েই তোমার গালে টোকা মেরেছিলাম। তোমাকে নিজের নাতনি মনে করে। তোমার মেল থেকে জানলাম যে ওই ঘটনা তোমায় আঘাত করেছে। তোমার আবেগে আঘাত করার জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।' সাংবাদিক হিসেবে ওই মহিলার পারফরম্যান্সের প্রশংসা করতেই স্নেহের বশে তার গালে টোকা মেরেছিলেন বলে মেলে জানিয়েছেন বিজিপি নেতা রাজ্যপাল।
মঙ্গলবার রাজভবনে একটি বিরল সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন রাজ্যপাল। আরুপ্পুকোট্টাই কলেজের সহকারী অধ্যাপক নির্মলা দেবীর সঙ্গে তার চার ছাত্রীর টেলিফোনে কথোপকথনের ভাইরাল হয়ে যাওয়া অডিয়ো ক্লিপ নিয়ে নিজের অবস্থান জানাতে এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল। ওই কথোপকথনে শোনা গিয়েছে, নির্মলা দেবী রাজ্যপালের নাম নিয়েছেন। কলেজের ছাত্রীরা অভিযোগ করেছেন, বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে অন্যান্য সিনিয়রদের যৌন সুবিধে দিতে বলেছেন সহকারী অধ্যাপক। যদিও নির্মলা দেবীর সঙ্গে তার দেখাই হয়নি বলে জানিয়েছেন রাজ্যপাল।
-টাইমস অব ইন্ডিয়া