জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত রায়হান জানান, জঙ্গি এবং স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে স্বাধীনতার সপক্ষের সব শক্তি আজ ঐক্যবদ্ধ। তাই স্বাধীনতা বিরোধীদের রুখতে দলের হাইকমান্ডের নির্দেশে জাসদ মনোনীত মেয়র পদপ্রার্থী রানা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে সোমবার বিকেলে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে ১৪ দলের প্রার্থী জাহাঙ্গীর আলমকে সমর্থন দিয়েছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের আগে জাসদের মেয়র প্রার্থী রাশেদুল হাসান রানা দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের ছয়দানা এলাকার বাসায় গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমর্থন দেন।
এ সময় জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত রায়হান ও সাংগঠনিক সম্পাদক মির্জা মো. আনোয়ারুল হক, জাসদের গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক একরামুল হক খান সোহেল, গাজীপুর সোসাইটির সভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম বাবুল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ ও অধ্যক্ষ মহিউদ্দিন মহিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।