
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিল্লাল ওরফ বিলু হত্যা মামলায় ১৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৩ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পিপি মকবুল হোসেন কাজল জানান, ফাঁসির আদেশের পাশাপাশি প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে কালীগঞ্জে বিল্লালকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের স্ত্রী কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।