
গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আগামী ৫ ও ৬ মে মনোনয়ন ফরম বিতরণ করবে আওয়ামী লীগ।
দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আগামী ৫ ও ৬ এপ্রিল সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে।
রোববার দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ এপ্রিল শনিবার সন্ধ্যা ৭টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দিতে হবে।
সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বর্ধিত সভা করবে। সভায় আলাপ-আলোচনার মাধ্যমে কমপক্ষে ৩ জনের একটি প্যানেল সুপারিশ করবে।
এ প্যানেল মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে কমপক্ষে ৩ জনের সুপারিশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) পাঠাতে হবে।
সিটি কর্পোরেশনে নির্বাচনে যাদের নাম দপ্তরে পাঠাবে শুধুমাত্র তারাই আওয়ামী লীগের ফরম ক্রয় করতে পারবেন।
গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলার প্রার্থীর তালিকা: গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের একটি প্যানেল তৈরির জন্য ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে সভা করবে। সভায় আলাপ-আলোচনার মাধ্যমে কমপক্ষে ৩ জনের একটি প্যানেল সুপারিশ করবে।
প্যানেলটি মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে কমপক্ষে ৩ জনের সুপারিশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে উল্লেখিত তারিখে মধ্যে পাঠাতে হবে।
সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলার নির্বাচনে (৩টি ওয়ার্ড নিয়ে একটি সংরক্ষিত মহিলা আসন) উল্লিখিত নিয়মাবলী প্রযোজ্য।