
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও রমনা বটমূলে নববর্ষের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। তবে রবীন্দ্র সরোবরসহ অন্য স্থানে অনুষ্ঠান শেষ করতে হবে সন্ধ্যা ৭টার মধ্যে।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই ঘোষণা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় মুখোশ ব্যবহার করা যাবে না। তবে হাতে প্লাকার্ড রাখা যাবে। ভুভুজেলাও বাজানো যাবে না। ব্যাগ বহনেও আছে নিষেধাজ্ঞা।
পয়লা বৈশাখের র্যালিতে ইভটিজিং প্রতিরোধে বিশেষ টিম কাজ করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।