
চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলনের মধ্যেই রবিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ব্যাপক ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের বাসভবনের গেট ভেঙে দুটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়। এছাড়া উপাচার্যের বাসভবনের ওপরের ও নিচতলায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। তবে এই ঘটনায় কেউ আহত হননি।
রবিবার দিবাগত রাত একটার পর থেকে এই তাণ্ডব চালানো হয়। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে বিষয়টি তেমন পরিষ্কার না হলেও একটি সূত্র জানিয়েছেন একটি গুজবকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীরা এই হামলা চালিয়েছে।
আর এই গুজবটি ছড়িয়েছিলেন গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। আন্দোলনে আহত একজন শিক্ষার্থী নিহত হয়েছেন ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে আন্দোলনকারীদের ভিসির বাসায় হামলা চালাতে উসকানি দিয়েছিল। পরবর্তীতে তার নির্দেশেই সেখানে হামলা চালায় শিবির ক্যাডাররা। বিষয়টি গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে।
ওই সূত্রটি জানায়, রাত আনুমানিক রাত সাড়ে বারটার দিকে আন্দোলনকারীদের মধ্যে একটি খবর ছড়িয়ে পড়ে যে আন্দোলনরত দুই শিক্ষার্থী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে যান। এরপর বাসভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে আসবারপত্র ভাঙচুর করে। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাসার সামনে রাখা উপাচার্যের দুটি প্রাইভেটকারও পুড়িয়ে দেয় শিক্ষার্থীরা।
এ ব্যাপারে ঢাবির উপাচার্য বলেন, ‘যারা এখানে হামলা করেছে তারা সন্ত্রাসী। তারা শিক্ষার্থী হতে পারে না। হামলাকারীরা বহিরাগত।’ এই বহিরাগতদের কে ডেকে এনেছিলেন বা কার নির্দেশে এমন হীন কাজ হয়েছে তা নিয়ে প্রথমে সংশয় থাকলেও ইমরান এইচ সরকারের নাম সবার আগে আসছে। তার সঙ্গে বিএনপি-জামায়াতের অর্থ লেনদেনও হয়েছে বলে ধারণা করছেন অনেকে। বিএনপি নেতাদের ১২৬ কোটি টাকার মধ্য থেকে ভাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার পরিকল্পনার অংশ হিসাবেই এই কাজটি হয়েছে।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করতে না পারলে কোনো আন্দোলনই সফল হয় না, এটা ভেবেই বিএনপি জামায়াতের পক্ষে তারেক রহমানের লোকজন টাকা দিয়ে ইমরান এইচ সরকারকে ব্যবহার করেছে এই আন্দোলনটি করাতে। এতদিন আন্দোলন শান্ত থাকলেও হঠাৎই কেন এত সহিংস হলো, অথবা কেন মৃত্যুর গুজব ছড়ালেন ইমরান, সেগুলো তদন্ত করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।