শুক্রবার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য নব গঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মোঃ আলী হোসেন আলীকে সভাপতি ও আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, কার্যকরী সভাপতি মো. জাকির হোসেন সরকার, সহ-সভাপতি আবু জিহাদ জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাদা সেলিম লিটন প্রমুখ।
শনিবার নবগঠিত কমিটির সদস্যরা গাজীপুরের প্রয়াত শ্রমিক নেতা ও সংসদ সদস্য আহসান উল্লাহ মাষ্টারের মাজার জিয়ারত করেন। পরে তারা গাজীপুর ২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল ও মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় সাংসদ জাহিদ আহসান রাসেল নবগঠিত কমিটির সদস্যদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদার অফ হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।