
আগামী বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট না বসাতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১০ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের বৈঠক শেষে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
উল্লেখ্য, সোমবার (৯ এপ্রিল) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনার পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৮-১৯ অর্থবছর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপ করার কথা জানিয়েছিলেন।
অর্থমন্ত্রীর বক্তব্যের পরদিন আজ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ভ্যাট নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত, সরকারের নয়।
এর প্রতিবাদে মঙ্গলবার (১০ এপ্র্রিল) সকাল থেকেই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে আসছিল।