
গাজীপুর সিটি নির্বাচনের প্রত্যাহারের শেষদিন সোমবার পর্যন্ত দুই মেয়র প্রার্থীসহ ৩১জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ৩১ ও ৩জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল জানান, সোমবার পর্যন্ত মেয়র পদে মোট দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। প্রত্যাহারকৃতরা হলেন- জাসদ মনোনীত প্রার্থী মো. রাশেদুল হাসান রানা ও স্বতন্ত্র প্রার্থী মো. সানাউল্লাহ।
সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। প্রত্যাহারকৃত তিনপ্রার্থী হলেন-মোসা. মমতাজুন্নাহার (১৩নং ওয়ার্ড), নাজমা হোসেন (১৬নং ওয়ার্ড) এবং সামসাদ ফারজানা (১৮নং ওয়ার্ড)।
সাধারণ কাউন্সিলর পদে ৩১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তারা হলেন-মো. আব্দুল মোতালেব মিয়া (৩নং ওয়ার্ড), খন্দকার মো. সালাহ উদ্দিন (৬নং ওয়ার্ড), আলমগীর কবির আলম (১১ নং ওয়ার্ড ) মো. নাহিদ সরকার মিল্টন (১৩ নং ওয়ার্ড), ঝর্ণা তানভীর (১৩ নং ওয়ার্ড), জাহাঙ্গীর আলম (১৭ নং ওয়ার্ড), মো. হযরত আলী পালোয়ান (১৮ নং ওয়ার্ড), মো.আব্দুল সামাদ (১৯ নং ওয়ার্ড), আনোয়ারুল ইসলাম (২০ নং ওয়ার্ড), মো. আব্দুর রহমান (২২ নং ওয়ার্ড), মো. জাহাঙ্গীর আলম ( ২৪ নং ওয়ার্ড), এমএ আজমী তুহিন (২৪ নং ওয়ার্ড), আহম্মদ আলী রুশদী (২৭ নং ওয়ার্ড), ডা. আজিজুর রহমান (২৮ নং ওয়ার্ড), মো. নাসির উদ্দিন মোল্লা (৩০ নং ওয়ার্ড), মো. সাদ্দাম হোসেন তন্ময়, মো. শফিকুল ইসলাম ও মনসুর আলী আহম্মদ (৩৭ নং ওয়ার্ড) মো. জাহিদুর রহমান (৩৮ নং ওয়ার্ড), মো. ফজলুল হক ( ৪০ নং ওয়ার্ড), মো. আবুল কাশেম (৪২ নং ওয়ার্ড), নাসরিন আক্তার (৪৪ নং ওয়ার্ড), মো. মামুনুর রহমান (৪৫ নং ওয়ার্ড), শাহিনুল ইসলাম (৪৬ নং ওয়ার্ড), মো. রজ্জব আলী (৪৭ নং ওয়ার্ড), কাজী নুরুল আমিন (৫০ নং ওয়ার্ড), মোহাম্মদ মনিরুজ্জামান খান ও মোহাম্মদ কামরুজ্জামান খান (৫১ নং ওয়ার্ড), মো. বদরুল আলম পাশা ও মোহাম্মদ আসাদুজ্জামান নূর (৫২ নং ওয়ার্ড), এবং নিয়ামত উল্লাহ ভূইয়া (৫৪ নং ওয়ার্ড)।
মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের পর এখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৪জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৫৬জন প্রার্থীসহ মোট ৩৪৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. রকিব উদ্দিন মন্ডল জানান, মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বচনের প্রার্থীদেও প্রতীক বরাদ্ধ হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে। এবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫লাখ ৬৯ হাজার ৯৩৫ এবং নারী ভোটার ৫লাখ ৬৭হাজার ৮০১। ৪২৫টি কেন্দ্রের ২৭৬১টি কক্ষে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর হতে এটি হবে দ্বিতীয় নির্বাচন।