
কণ্ঠশিল্পী আসিফ আকবর ও আঁখি আলমগীর দুজন একে অন্যের খুব ভালো বন্ধু। কিন্তু তারা দীর্ঘ সংগীত জীবনে মাত্র তিনটি গান একসঙ্গে গেয়েছেন। বিষয়টি ভাবলে অবাক হওয়ার মতোই। কিন্তু যে তিনটি গান তারা করেছেন তিনটি গানই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। শ্রোতাপ্রিয় এই সংগীত জুটির সর্বশেষ গান হচ্ছে ‘টিপটিপ বৃষ্টি’।
তরুণ মুন্সীর লেখা এবং সুর-সংগীতে আসিফ ও আঁখি আলমগীরের গাওয়া এই গানের মিউজিক ভিডিও গত ২ এপ্রিল সন্ধ্যায় ‘ধ্রুব মিউজিক স্টেশন’ এর ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই যেন শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। নতুন গানে শ্রোতা-দর্শকের মধ্যে সাড়া ফেলায় ভীষণ উচ্ছ্বসিত আসিফ আকবর ও আঁখি আলমগীর।
২ এপ্রিল রাত ৯টায় ঢাকার নিকেতনে ধ্রুব মিউজিক স্টেশনের কার্যালয়ে স্টেশনটির কর্ণধার ধ্রুব গুহর উপস্থিতিতে আসিফ আকবর ও আঁখি আলমগীরকে সঙ্গে নিয়ে ‘টিপটিপ বৃষ্টি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। অবশ্য সেদিন সন্ধ্যা ৬টায় ইউটিউবে প্রকাশিত হওয়া গানটি ততক্ষণে মাত্র তিন ঘণ্টায় এক লাখ ভিউ পেরিয়ে গিয়েছিল। এ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন আসিফ আকবর, আঁখি আলমগীর, ধ্রুব গুহসহ সেখানে যারা উপস্থিত ছিলেন সবাই। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জনি।
আসিফ আকবর বলেন, ‘আঁখি এবং আমি এই গানে এবং এই গানের মিউজিক ভিডিওতে সব চিরাচরিত নিয়মনীতি ভেঙে উপস্থিত হয়েছি। আঁখির সিনসিয়ারিটি এই গানের ক্ষেত্রে আমাকে মুগ্ধ করেছে। ধ্রুব মিউজিক স্টেশনের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
আসিফ ও আঁখি সর্বশেষ ‘দস্যি’ গানটি একসঙ্গে গেয়েছেন। এটি লিখেছেন ওমর ফারুক এবং সুর করেছেন মো. মিলন, সংগীতায়োজন করেছেন এমএমটি রনি।