গাজীপুরের টঙ্গীতে ১২টি দেশীয় অস্ত্রসহ ছিনতাই চক্রের ৩ সদস্যকে আটক করেছে টঙ্গী থানা পুলিশ। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উত্তর আরিচপুর নুরু মহাজনের রিকশা গ্যারেজ থেকে তাদেরকে আটক করা হয়।
এসময় ৫টি ছোরা, ১টি বড় রামদা, ৪টি হাসুয়া ও ২টি ছোট দা উদ্ধার করা হয়। আটককৃ তিনজন হলেন, মনিরুজ্জামান বাবু (২৫), আনোয়ার হোসেন (২২) ও পিয়াস (২২)।
টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক হামিদ ফরিদ জানান, ছিনতাই চক্রের কয়েকজন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাই করতে গাজীবাড়ি এলাকার নুরু মহাজনের রিকশা গ্যারেজে অবস্থান করছেন, এমন গোপন খবরের ভিত্তিতে পিএসআই সোহেল মোল্যাসহ টঙ্গী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় দেশীয় অস্ত্রসহ হাতেনাতে ছিনতাই চক্রের সক্রিয় ৩ সদস্যকে আটক করা হয়। আটককৃতরা এলাকায় বিভিন্ন সময় অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিল বলে তিনি জানান।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককতরা প্রত্যেকেই সংঘবদ্ধ ছিনতাইচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।