গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ৪ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। নিহতরা হলো : আমির উদ্দিন (৩৫), খোকন মিয়া (৩০), হৃদয় (১৮) ও শাহাদাৎ (২৮)। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ ঘটনা ঘটে।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন টঙ্গীর নতুনবাজার এলাকায় পৌঁছালে পেছনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ঘটনাস্থলেই ৩ জন মারা যান। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ৩০ জন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়।
![]() |
ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর-২ আসনের সাংসদ মো. জাহিদ আহসান রাসেল |
ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গাজীপুর ফায়ার সার্ভিস।
অভিযোগ ওঠেছে সিগন্যালম্যানের ভুলের কারণে এই ঘটনা ঘটেছে। রেলওয়ে বিভাগের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তাদেরকে তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।