
আগামী ১৫ মে অনুষ্ঠেয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাহাঙ্গীর আলমই আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী জাহাঙ্গীর আলমের ব্যাপারেই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে দলের দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জাহাঙ্গীর গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত সিটি নির্বাচনে জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, শেষ পর্যন্ত দলের চাপে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমত উল্লাহ বিএনপি প্রার্থী আবদুল মান্নানের কাছে পরাজিত হন।
আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দলের সভাপতির নির্দেশে গাজীপুর এবং খুলনায় একাধিক জরিপ করা হয়েছে। গাজীপুরের সব জরিপেই জাহাঙ্গীর তার প্রতিদ্বন্দ্বী আজমত উল্লাহর থেকে এগিয়ে আছেন। সম্প্রতি তিনটি জরিপের ফলাফল বিশ্লেষণ করে, দলের সভাপতি জাহাঙ্গীর আলমকেই মনোনয়ন দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কয়েক দিনের মধ্যেই আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় গাজীপুর এবং খুলনার মনোনয়ন চূড়ান্ত হবে।
উৎস: বাংলা ইনসাইডার