
বৃষ্টির কারণে রবিবার নির্বাচনী প্রচারে ব্যাঘাত ঘটলেও গাজীপুরে নির্বাচনী প্রচারণায় ছিল জমজমাট। বৃষ্টি, জমে থাকা পানি, কাদা উপেক্ষা করেই সিটি নির্বাচনের মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী প্রচারে বের হয়েছেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম সকাল থেকে তার বাসভবনে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করেছেন। দুপুরে তিনি যুবলীগ আয়োজিত যৌথ সভায় যোগ দেন।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম রোববার বিকেল সাড়ে ৪টায় হাড়িনাল বাজারে পথসভার মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে জোরপুকুরপাড়, রাজবাড়ি মোড়, মজিদ আকন উচ্চ বিদ্যালয় মাঠ, ডুয়েট, কলাবাজার, জয়দেপুর বাজার, লক্ষ্মীপুরা, জয়দেবপুর বাস টার্মিনাল, মারিয়ালি হয়ে লক্ষীপুরার তিন সড়ক মোড়ে পথসভার মাধ্যমে গণসংযোগ শেষ হয়। এর মধ্য দিয়ে পূর্বনির্ধারিত সূচি মোতাবেক মহানগরের ২৫, ২৬, ২৭ ও ২৮ নং ওয়ার্ডে গণসংযোগ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, সহ-সভাপতি ও গাজীপুর বারের জিপি অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. বাছির উদ্দিন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুছ, ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার নূর, সাধারণ সম্পাদক শরিয়ত উল্লাহ ও শিক্ষক নেতা আক্তার হোসেন প্রমুখ।
পথসভায় জাহাঙ্গীর আলম বলেন, আমি বিশ্বাস করি আপনারা আমার হয়ে প্রতিটি পাড়া-মহল্লায় প্রতিবেশীদের ঘরে ঘরে নৌকা প্রতীকে ভোট চাইবেন। আপনারা প্রত্যেকে এক এক জাহাঙ্গীর আলম। গাজীপুরে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১৫ মে নৌকা প্রতীককে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দিতে চাই।