শুরুতেই হোচট খেলো আর্জেন্টিনা। হাঁটুর চোটে খেলা হচ্ছেনা দলের প্রধান গোলরক্ষক সার্জিও রোমেরোর। আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ) এক টুইটার বার্তায় জানিয়েছে, বিশ্বকাপে ২৩ জনের দল থেকে বাদ যাচ্ছেন রোমেরো।
২০১০ ও ২০১৪ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা অভিজ্ঞ এই গোলরক্ষক মঙ্গলবার বুয়েনস এইরসে অনুশীলনের সময় চোট পান। এএফএ জানিয়েছে, তার ডান হাঁটুতে ব্লকেজ ধরা পড়েছে। অস্ত্রোপচার করাতে হবে।
এ মৌসুমের সফল স্টাইকার মাওরো ইকার্দিকে ছাড়া দল ঘোষণা করে এমনিতেই তোপের মুখে রয়েছে এএফএ। এরমধ্যে প্রধান গোলরক্ষককে হারিয়ে আরো একটা বড় ধাক্কা খেলো গতবারের ফাইনালিস্টরা।