গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আবারো ২০ দলীয় জোট নেতাকর্মীদেরকে পুলিশ ধরপাকড় শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গাজীপুর সিটি নির্বাচনের ধানের শীষ প্রতিকের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম জানান, শুক্রবার রাত ৯টায় টঙ্গী চেরাগআলী মার্কেটে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক হন মহানগর জামায়াতের প্রচার সম্পাদক আফজাল হোসাইন। তার দোকানের কর্মচারীদের বরাত দিয়ে তিনি জানান, ১০-১২ জন সাদা পোশাকধারী পুলিশ আফজাল হোসাইনকে একটি সাদা রঙের প্রাইভেটকারে ( ঢাকা মেট্রো- গ- ৩৫-৭৮১৫) উঠিয়ে নিয়ে যায়।
এর আগে সন্ধ্যায় গাজীপুর জেলা জিয়া পরিষদের আহবায়ক আশরাফ হোসেন টুলু ও জেলা ছাত্রদল নেতা উজ্জলকে জয়দেবপুর এলাকা থেকে আটক করে পুলিশ।
এছাড়া সকালে পুলিশ বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম সিদ্দিকীকে কাশিমপুর এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনায় বাধা দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
পুলিশের ধরপাড়কের তীব্র নিন্দা জানিয়েছেন ২০ দলীয় জোট মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার। তিনি অবিলম্বে ধরপাকড় বন্ধ করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, ভয়-ভীতি দেখিয়ে কোন লাভ হবে না। কোন অবস্থাতেই আওয়ামীলীগকে খালি মাঠে গোল দেওয়ার সুযোগ দেয়া হবে না।
এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান কাউকে আটকের বিষয়টি তার জানা নেই।