ডেস্ক : টঙ্গীর সেই শীর্ষ মাদক ব্যবসায়ী বাচ্চু মিয়া ওরফে ইয়াবা বাচ্চু ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে বন্দুকযুদ্ধে নিহত এ মাদক ব্যবসায়ী।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, ‘বাচ্চু একটি গাড়িতে করে ভারতে পালিয়ে যাচ্ছে- ভোরে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে যায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে বাচ্চু ও তার সহযোগীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই বাচ্চু নিহত হয়।’
অবস্থা বেগতিক দেখে এক পর্যায়ে শেরপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার জন্য একটি প্রাইভেটকারে করে রওয়ানা হয়েছিলেন তিনি। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে।
বাচ্চুর তত্ত্বাবধানে প্রতিদিন কোটি টাকার মাদক বিক্রির হতো। ওই টাকার ভাগ পেতেন স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে ক্ষমতাসীন দলেরর অসাধু নেতারা। এর আগেও একবার ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হলেও রহস্যজনকভাবে বেরিয়ে এসেছিলেন বাচ্চু। টঙ্গী এলাকার ত্রাস হয়ে উঠিছেলেন এই মাদক ব্যবসায়ী।