
১৯১৪ সালের ২০ সেপ্টেম্বর আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মধ্য দিয়ে শুরু হয় আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ। এরপর চিরপ্রতিদ্বন্দী এ দুই দেশ একে অপরের মুখোমুখি হয়েছে ১০৪ টি ম্যাচে। যেখানে ব্রাজিলের ৪০ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় সংখ্যা ৩৮। আবার মোট গোল সংখ্যা ব্রাজিলের ১৬০ টি হলেও আর্জেন্টিনার মোট গোল সংখ্যা ১৬২।
ব্রাজিলের রেকর্ড ৫ বিশ্বকাপের বিপরীতে ১৪ বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা যেখানে ব্রাজিলের কোপা আমেরিকার শিরোপার সংখ্যা ৮ টি। অন্যদিকে আর্জেন্টিনা ফিফার বিশ্বকাপ ট্রফি জিতেছে ২ বার । বিশ্বকাপ সফলতায় আর্জেন্টিনার থেকে অনেক এগিয়ে ব্রাজিল। আবার কোপার সফলতায় ব্রাজিলের চেয়ে এগিয়ে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় ও পরাজয়ঃ
আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় ইকুয়েডরের বিপক্ষে ১২-০ গোলের জয়। অন্যদিকে সবচেয়ে বড় ব্যাবধানে পরাজয় ৬-১ গোলের।
ব্রাজিলের সবচেয়ে বড় জয় ও পরাজয়ঃ সবচেয়ে বড় ব্যাবধানে জয় নিকারাগুয়ার বিপক্ষে ১৪-০ গোলে। আর সবচেয়ে বড় ব্যবধানে পরাজয় ৭-১ গোলে ২১০৪ বিশ্বকাপের সেমি ফাইনালে জার্মানির বিপক্ষে।
ফিফা ডট.কমের সৌজন্যে সর্বশেষ আপডেট ২১ মে ২০১৮।