অনলাইন ডেস্ক: এবারের বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে জার্মানি ও ব্রাজিলের নামই বেশি শোনা যাচ্ছে। রাশিয়ায় বিশ্বসেরার মুকুট ধরে রাখতে পারলে ব্রাজিলের সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবে জার্মানি।
তবে জার্মানিকে শিরোপার বড় দাবিদার মানতে আপতি আছে ব্রাজিলীয় গ্রেট রোনালদোর। নিজের দেশকে এগিয়ে রাখছেন তিনি। আর ব্রাজিলের হেক্সা জয়ের মিশনে স্পেনকে সবচেয়ে বড় বাধা মনে করছেন রোনালদো, ‘জার্মানরা নিঃসন্দেহে শক্তিশালী, কিন্তু দল হিসেবে তাদের চেয়ে স্পেনকে এগিয়ে রাখব আমি। তারা আক্রমণাত্মক, জমাট ও গতিময়। বিশ্বকাপে ব্রাজিলের মূল প্রতিদ্বন্দ্বী এবার স্পেন।’
ব্রাজিলের সমর্থকরা অবশ্য ফাইনালে জার্মানিকে পেলেই বেশি খুশি হবে। গত বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানদের কাছে ৭-১ গোলে চূর্ণ হওয়ার বদলা নিতে হবে না! সম্প্রতি প্রীতি ম্যাচে জার্মানিকে হারিয়ে দিনবদলের বার্তা দিয়েই রেখেছে সেলেকাওরা।
এবার বিশ্বকাপে ফের দু’দলের দেখা হলে আর যাই হোক না কেন, চার বছর আগের সেই দুঃস্মৃতির পুনরাবৃত্তি হবে না। জোর গলাতেই সেটা জানালেন ব্রাজিল কোচ তিতে, ‘ওটা ছিল বিপর্যয়। আর বিপর্যয় বারবার হয় না। আমরা এ নিয়ে কথা বলেছি। ভুল থেকে শিক্ষা নিয়ে প্রীতি ম্যাচে জার্মানিকে হারিয়েছি। তারপরও জানি, ওই হারের স্মৃতি চিরকাল মানুষের মনে থাকবে। কিন্তু আমাদের ওসব ভুলে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় ব্রাজিলের এই দলটা দেখিয়ে দিতে পেরেছে তারা কতটা শক্তিশালী। আমি সবসময় ফলের চেয়ে পারফরম্যান্সের ওপর বেশি জোর দিয়েছি। ফল আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু পারফরম্যান্স পারেন। আমি সেটাই ছেলেদের বারবার বুঝিয়েছি।
তিতের জাদুস্পর্শে গত বছরে সত্যিকারের দল হয়ে উঠেছে বলেই এবার ব্রাজিলকে নিয়ে এত উন্মাদনা। ফেভারিট হওয়ার চাপকে প্রেরণা হিসেবেই নিচ্ছেন তিতে, ‘ব্রাজিলের কোচ হওয়া মানেই চাপকে বরণ করে নেয়া। আমরা পাঁচবার বিশ্বকাপ জিতেছি। ব্রাজিলের দ্বিতীয় হওয়াও ব্যর্থতা। এটা দেখেই আমরা বড় হয়েছি। তাই প্রত্যাশার চাপ সবসময়ই থাকবে। এটা একপাশে সরিয়ে রেখেই পারফর্ম করতে হবে। বিশ্বকাপে যদি ব্রাজিলের সঙ্গে যুক্ত থাকেন তবে চাপ কত ভালোভাবে সামলাতে পারেন সেটাই আপনার আসল পরীক্ষা। ভালো করছেন বলেই তো আপনি ফেভারিট। এটাকে প্রেরণা হিসেবেও নিতে পারেন। তবে ব্রাজিল বিশ্বকাপ জিতবে কিনা তা এখনই বলা যাবে না। বিশ্বকাপ সাত ম্যাচের টুর্নামেন্ট এবং আপনাকে অন্তত ছয়টি ম্যাচ জিততেই হবে। নকআউট পর্ব থেকে টানা চার ম্যাচ জিততে হবে। কাজটা খুব সহজ নয়।’ -সংবাদমাধ্যম