অনলাইন ডেস্ক: দক্ষিণ এশিয়ার ই-কমার্স কোম্পানি দারাজ গ্রুপকে কিনে নিয়েছে চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবা। দারাজ বাংলাদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
জার্মানির কোম্পানি রকেট ইন্টারনেটের অঙ্গ প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও নেপালেও অনলাইনে বিকিকিনি চালিয়ে আসছে।
কোম্পানিটি আশা করছে, এই চুক্তির ফলে আলিবাবার অভিজ্ঞ নেতৃত্বে প্রযুক্তি, অনলাইন কমার্স, মোবাইল পেমেন্ট এবং লজিস্টিকস দ্বারা লাভবান হবে দারাজ, যা নিশ্চিত করবে দক্ষিণ এশীয় এই পাঁচটি দেশের সফল উন্নতি ও অগ্রগতি।
তবে ঠিক কি পরিমাণ অর্থের বিনিময়ে আলিবাবা দারাজকে কিনে নিয়েছে তা ওই কর্মকর্তা নিশ্চিত করেননি।
তিনি জানান, আলিবাবা ইকোসিস্টেমের অন্তর্ভুক্ত হলেও দারাজের ব্র্যান্ড নামে কোনো পরিবর্তন আসবে না।
দারাজের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা বিয়ার্কে মিক্কেলসেনকে উদ্ধৃত করে তিনি বলেন, এই চুক্তির ফলে আলিবাবা পরিবারে জায়গা করে নিল দারাজ। যেকোনো জায়গায় ব্যবসাকে সহজ করে তোলা- এই কাজটি আমরা সফলভাবে করতে পেরে গর্বিত।
২০১২ সাল থেকে ৪৬ কোটিরও বেশি জনসংখ্যার পাঁচটি দেশে ব্যবসায় পরিচালনা করে আসছে দারাজ গ্রুপ।
দারাজের আরেক কো-সিইও ড. জনাথন ডোয়ার বলেন- আলিবাবার সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা এই অঞ্চলের উদ্যোক্তাদের ক্ষমতায়ন করার জন্য প্রস্তুত। পাশাপাশি, প্রতিশ্রুতি মোতাবেক আমরা আমাদের গ্রাহকদের কাছে সেরা পণ্যগুলো খুব সহজেই পৌঁছে দিতে পারবো।