পশ্চিমা ছবির স্বাদ নিয়ে হিসাম মাল্টিমিডিয়ার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘ধূসর কুয়াশা’ মুক্তি পাচ্ছে আগামীকাল। এতে জুঁটিবেধে অভিনয় করেছেন নবাগত নায়ক মুন্না, জাতীয় চলচ্চিত্র পরস্কারজয়ী চিত্রনায়িকা নিপুন ও পুষ্পিতা পপি।
ইতোমধ্যে উত্তম আকাশ পরিচালিক ছবিটি ট্রেলার ও গান ইউটিউবে মুক্তি পেয়েছে।
মুন্না বলেন, ‘আলহামদুলিল্লাহ ছবিট রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
তিনি বলেন, ‘কৃতজ্ঞতা জানাই সেন্সর বোর্ডের সকল কর্মকরতাবৃন্দসহ যারা অনেক পরিশ্রম করেছেন আমার এই সিনেমার জন্য। আমি অনেক খুশি। আমার অনেক স্বপ্ন এ ছবিটি ঘিরে। কারণ গতানুগতিক গল্প থেকে এ ছবির গল্প ভিন্ন। দর্শক এতে পশ্চিমা সিনেমার স্বাদ পাবে। আর নির্মাতা হিসেবে উত্তম আকাশকে স্যালুট। তিনি একজন কৌশলী নির্মাতা। একইভাবে যদি বলি নিপুনও দারুন করেছেন। আমি নবাগত হিসেবে তিনি আমাকে দারুনভাবে সহযোগিতা করেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ।
নির্মাতা উত্তম আকাশ বলেন, ‘আমার অন্যান্য ছবির তুলনায় এটা ভিন্ন। এতে পশ্চিমা ছবির স্বাদ দর্শক উপভোগ করতে পারবে। আর নায়ক হিসেবে মুন্না নতুন হলেও আমি বলবো যথেষ্ট ম্যাচিউরড। এতটুকু বলতে পারি দর্শক ছবি দেখে অবশ্যই বাহবা দেবে।
নিপুণ বলেন, অনেকদিন পর এ ছবিটি মুক্তি পাচ্ছে। ছবিটি দর্শক দেখুক এটাই চাওয়া।
‘ধূসর কুয়াশা’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পুষ্পিতা পপি, সেলিম চৌধুরী, আমিন আজাদ, বিলাস, শিবা সানু, রিনা খান, এস আই ফারুক প্রমুখ। এ ছবির গানে কণ্ঠ দিয়েছেন কণা, কিশোর ও ঐশী। সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ ও ইমন সাহা।
ছবিটি রাজধানীর অভিসার, রাজমনি, পুরবী, মতিমহল, মিনি গুলশান আলমাস (চট্টগ্রাম), সোহাহ (ঘোড়াশাল), মমতা(নরসিংদী, অলকা (শরিষাবাড়ী) এবং সংগীতায় (খুলনা) একযোগে প্রদর্শিত হবে।