গাজীপুরের কালীগঞ্জে যাত্রীবাহী একটি বাস থেকে ৫৫ বোতল ফেন্সিডিলসহ তাইজুল ইসলাম (৩২) নামের এক বাসযাত্রীকে আটক করেছে থানা পুলিশ।
৩০ মে বুধবার দুপুরে মাদকের একটি (নং ৩৫) মামলায় তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ আবুবকর মিয়া।
আটককৃত তাইজুল দিনাজপুরের বিরামপুর উপজেলার নিশিপাবুর গ্রামের মৃত মমতাজ উদ্দিন মন্ডলের ছেলে।
থানার এসআই আশীষ কুমার দাস জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ হাবিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদার্ত্তী নামক স্থানে বাদশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে তাইজুল নামের এক যাত্রীর কাছে রাখা একটি স্কুল ব্যাগের ভেতরে পলিথিনে মোরানো ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে ফেন্সিডিলসহ তাইজুলকে আটক করে থানায় আনা হয়।
তিনি আরো জানান, মহাখালী থেকে ভৈরবগামী বাদশা পরিবহনের ওই গাড়ীতে তাইজুল কালীগঞ্জ-টঙ্গী সড়কের মিরেরবাজার এলাকা থেকে ব্যাগ নিয়ে উঠে বসে। ধারণা করা হচ্ছে উদ্দারকৃত ফেনসিডিলগুলো দিনাজপুর থেকে নরসিংদীতে চালান করা হচ্ছিল।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঙ্গলবার রাতে একটি মামলা হয়েছে। বুধবার দুপুরে ওই মামলায় তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।