
আর মাত্র ১১দিন। অনুষ্ঠিত হতে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে বিজয়ী হবার লক্ষ্য নিয়ে ইতোমধ্যে প্রার্থী আর কর্মী-সমর্থকরা ব্যাপক গণসংযোগে ঝাঁপিয়ে পড়েছেন। পাড়া-মহল্লায়, দোকানপাট, কলকারখানা, অফিস-আদালতে গণসংযোগ, লিফলেট বিতরণ করে ভোট চাইছেন।
তাদের সঙ্গে যোগ দিচ্ছেন জোট এবং জোটের শরীকদলগুলোর কেন্দ্রীয় নেতারাও। পাশাপাশি সংবাদ সংগ্রহের জন্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণও রাতদিন মাঠ চষে বেড়াচ্ছেন। শহর থেকে প্রত্যন্ত অঞ্চল তাদের পদচারণায় হয়ে উঠেছে সরগরম। তবে এ নির্বাচন যুদ্ধে অবতীর্ণ আওয়ামী লীগ ও ২০ দলীয় জোটের প্রতিদ্বন্দ্বী দুই মেয়র পদ প্রার্থীর দিকেই সবার দৃষ্টি।
নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী হাসান উদ্দিন সরকার গাজীপুরবাসীর নানামুখী আলোচনা-সমালোচনার রং তুলিতে নানা রূপ-চরিত্রে চিত্রায়িত হচ্ছেন। দোষ, গুণ, আচার-ব্যবহার, যোগ্যতা-অযোগ্যতার মাপকাঠিতে বিচার বিশ্লেষণ করেই নাগরিকরা চাইছেন তাদের দৃষ্টিতে সঠিক প্রার্থীকে নির্বাচিত করতে।
বিএনপি : ২০ দলীয় জোট তথা বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বৃহস্পতিবার সকালে তার টঙ্গীর নিজ বাস ভবনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এ. কে.এম. ফজলুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে তিনি সিটি করপোরেশন বোর্ডবাজার, গাছা বাজার, চান্দরা মাদ্রাসা, মির্জা ইব্রাহীম মেমোরিয়াল স্কুল ও আয়েত আলী কিন্ডারগার্টেন এলাকায় পথসভা করেন।
বিএনপি প্রার্থীর মিডিয়া সেল জানায়, উল্লিখিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ দলের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির খান, সহ-সম্পাদক অ্যাডভোকেট জন গোমেজ, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক একরামুল হাসান, সাবেক এমপি আব্দুল হাই, ঢাকা দক্ষিণ মহিলাদল সভাপতি রাজিয়া আলীম, স্বেচ্ছা সেবকদলের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন উজ্জল, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় নেতা রবিউল আওয়াল বাবুল, নারায়ণগঞ্জ মহানগর মহিলাদলের আহবায়ক রাশিদা জামান, নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সভাপতি নুরুন্নাহার, কেন্দ্রীয় যুবদল নেতা মো. নুরুল ইসলাম খান মাসুম প্রমুখ নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। এছাড়া মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীর ৩৫টি টিম দিনব্যাপি সিটি করপোরেশনের ৩৫টি ওয়ার্ডে গণসংযোগ করেন।
আওয়ামী লীগ : বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের ছয়দানা সড়কে প্রচারণা চালান। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থী, নির্বাচন কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মত বিনিময় সভায় অংশ নেন।
আওয়ামী লীগ প্রার্থীর মিডিয়া সেল জানায়, বিকেলে জাহাঙ্গীর আলম টঙ্গীর মধুমিতা এলাকা থেকে প্রাচরণা শুরু করেন। তার সাথে ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান।
আজমত-জাহাঙ্গীরের গাড়ি মধুমিতা সড়কে প্রবেশ করতেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেই তারা মধুমিতা রেলগেট, বউবাজার, জামাইবাজার, বিসিক, মিরাশপাড়া, নদী বন্দর, সালামের আটার কল, টঙ্গী রেল স্টেশন, নতুন বাজার, গাজীবাড়ি ও টঙ্গীবাজার এলাকায় গণসংযোগ করে ভোট চান।
এসময় অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. রজব আলী, কাউন্সিলর মো. আবুল হোসেন, ন্যাশনাল টিউবস সিবিএ সভাপতি আবুল হোসেন আমু, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, তাঁতী লীগ সভাপতি মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।