গাজীপুর মহানগরের ৪০ নং ওয়ার্ডের ইছালির পূবাইল রোডে মিনি চাইনিজ ও ফার্স্ট ফুড খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে উদ্বোধন করা হল "জলকুটির ফুডপার্ক এন্ড রেস্টোরেন্ট"।
খোলামেলা পরিবেশে সম্পূর্ণ জলের উপর নান্দনিক নির্মান শৈলীর এ ফুডপার্কটি আজ শুভ উদ্বোধন করেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গোলাম সবুর ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন গাজীপুর অনলাইনের সম্পাদক এম এ কবির, যুব নেতা সেলিম প্রমুখ।
উদ্যোক্তা মোঃ মাসুম রেজা বলেন, পরিষ্কার পরিছন্ন ও স্বাস্থ্যকর খাবার পরিবেশন হবে আমাদের জলকুটিরের প্রধান লক্ষ্য। যে কোন পার্টির জন্য প্রায় ৮০ জনের ক্যাপাসিটির এ উদ্যোগটি বুক করা যাবে।