
গাজীপুরের জয়দেবপুর থেকে পাঁচ হাজার লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২২ মে) সকালে জয়দেবপুর থানার কুমারখাদা এলাকা তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুমারখাদা এলাকার মৃত হাবিবুল্লার ছেলে মো. মামুন মিয়া (৩০) ও একই এলাকর শ্রী সুর্বণ চন্দ্র বর্মনের ছেলে সম্ভু চন্দ্র বর্মন (৪০)।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, কুমারখাদা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার লিটার চোলাই মদসহ মামুন মিয়া ও সম্ভু চন্দ্র বর্মন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
এ ঘটনায় জয়দেবপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই রফিকুল ইসলাম।