আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে গাজীপুর শহর এলাকায় বসবাসরত মহানগর আওয়ামী লীগের সকল প্রভাবশালী নেতা ঐক্যবদ্ধ হয়ে একমঞ্চে বসেছেন।
মহানগরের প্রাণকেন্দ্র ২৬ নং ওয়ার্ডের মুন্সীপাড়া গ্রাম আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার রাত ৮ টায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের এডঃ জাহাঙ্গীর আলমের নির্বাচনী পথসভায় গাজীপুর শহর এলাকায় বসবাসরত মহানগর আওয়ামী লীগের সকল প্রভাবশালী নেতাকে এক মঞ্চে দেখা গেছে।
খন্ড খন্ড মিছিল সহকারে সভায় ব্যাপক লোক সমাগম হয়। এবং তারা ধৈর্য ধরে নেতাদের বক্তব্য শুনেন।
ব্যবসায়ী খন্দকার মনসুর হোসাইনের সভাপতিত্বে এবং ছাত্র নেতা শরীফ হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আলিমউদ্দিন বুদ্দিন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড ওয়াজউদ্দিন মিয়া ও আব্দুর রউফ নয়ন , মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুল হাদী শামীম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, আওয়ামীলীগ মনোনীত ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর আব্দুল করিম, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি রনজিৎ মল্লিক বাবু, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিপন খান সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন " বিগত সিটি নিবাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে ভোটারদের শিক্ষা নিতে হবে। বাংলাদেশের চলমান অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নৌকায় ভোট দিয়ে বিজয়ী করুন, আমরা গাজীপুরকে ক্লিন এবং গ্রিন সিটি উপহার দেব। আগামী ১৫ই মে আপনাদের সবার কাছে নৌকা মার্কায় ভোট চাই।"