গাজীপুরের শ্রীপুরে সরকারি (বন বিভাগের) সম্পত্তি দখলের প্রতিবাদ করায় দৈনিক ‘নবচেতনা’ প্রত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক এসএম তানজিদ আশরাফকে হত্যার হুমকি দিয়েছে স্থানীয় বখাটেরা। এ ঘটনায় ওই সাংবাদিক বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বুধবার (৩০ মে) সন্ধ্যায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- উপজেলার মাওনা ইউনিয়নের শিমলাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে শাহজাহান (৩২) ও আন্তাজ আলীর ছেলে আবু সায়েম সিকদার (৩৮)।
সাংবাদিক এস এম তানজিদ আশরাফ বলেন, সম্প্রতি অভিযুক্তরা মাওনা মৌজার শিমলাপাড়া বনবিটের আওতাধীন ১০-১২ বিঘা সম্পতি জবর দখল করেছে। আমি সোমবার (২৮মে) ওই জমি জবর দখলের তথ্য সংগ্রহ করতে গেলে শাহজাহান ও আবু সায়েম সিকদার আমাকে বনভূমি দখলের সংবাদ পত্রিকায় প্রকাশ না করার অনুরোধ করে। পরে ছবি তুলতে গেলে তারা আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়।
তিনি আরও বলেন, মঙ্গলবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় শিমলাপাড়া বাজারের মসজিদ মার্কেটের সামনে শাহজাহান ও আবু সায়েম সিকদার তাদের ৪/৫ জন সহযোগীকে নিয়ে আমাকে গালিগালাজসহ মারধর করার জন্য এগিয়ে আসে। পরে উপস্থিত বাজারের লোকজন চলে আসলে তারা সটকে পড়ে। এসময় অভিযুক্তরা বনভূমি দখলের সংবাদ পত্রিকায় প্রকাশ করলে ওই বাজারে আমার মার্কেট আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে আমাকেসহ আমার বড় ভাই আতাউর রহমানকে খুন করে লাশ গুম করারও হুমকি দেয়।
শিমলা পাড়া বন বিট কর্মকর্তা মোস্তফিজুর রহমান বলেন, ‘অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বনের জমি দখল করে ভোগদখল করে আসছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দখল করা জমি উদ্ধারের ব্যবস্থা করা হবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ‘ঘটনা তদন্ত করে অভিযোগ প্রমণীত হলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।’