গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে বিজয়ী করতে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকালে গাজীপুরের টঙ্গীতে স্থানীয় এমপি মো. জাহিদ আহসান রাসেলের বাসভবনে কেন্দ্রীয় নেতাদের নিয়ে এ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় নেতারা দলীয় সকল কোন্দল মিটিয়ে নৌকাকে বিজয় করতে সবাইকে গাজীপুরের মাঠে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী কাজ করার আহ্বান জানান।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা বিজয়ের পর এখন টার্গেট গাজীপুর সিটি কর্পোরেশনের নগর পিতার আসন দখলের দিকে। সমন্বয় সভায় কেন্দ্রীয় নেতারা বলেন, দলের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে নেতাকর্মীরা নির্বাচনী মাঠে থাকলে বিপুল ভোটে নৌকার বিজয় হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড.আব্দুর রাজ্জাক, কর্ণেল ফারুক খান এমপি, কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডা.দিপু মনি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এমপি, জাহিদ আহসান রাসেল এমপি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মো. মুহিবুল হাসান নওফেল, খালিদ মাহমুদ চৌধূরী এমপি, তথ্য ও গবেষনা সম্পাদক মো.আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খান এবং সাধারণ সম্পাদক আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী (নৌকা প্রতিক) জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল জানান, রবিবার দুপুরে তার টঙ্গীর বাসভবনে কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রতীক নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে ও গাজীপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন সাংগঠনিক কৌশল নিয়ে এই ঘরোয়া বৈঠকে আলোচনা করা হয়। প্রায় আড়াই ঘন্টা স্থায়ী এ বৈঠকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা ও মনিটরিং এর জন্য দলীয় কার্যালয়ে একটি অস্থায়ী অফিস স্থাপনের সিদ্ধান্ত হয়।
গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল জানান, রবিবার দুপুরে তার টঙ্গীর বাসভবনে কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রতীক নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে ও গাজীপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন সাংগঠনিক কৌশল নিয়ে এই ঘরোয়া বৈঠকে আলোচনা করা হয়। প্রায় আড়াই ঘন্টা স্থায়ী এ বৈঠকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা ও মনিটরিং এর জন্য দলীয় কার্যালয়ে একটি অস্থায়ী অফিস স্থাপনের সিদ্ধান্ত হয়।
আজমত উল্লাহ খান বলেন, বৈঠকে খুলনা সিটি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে জনসম্পৃক্ততা বাড়ানের জন্য কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জানতে চাইলে ফারুক খান বলেন, আমরা মিটিং করেছিলাম, গাজীপুরের নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি কী, সেখানে কী সমস্যা রয়েছে, আগামী দিনের প্রচার প্রচার কীভাবে হবে সে বিষয়ে আলোচনা হয়েছে।
পরে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম নগরীর টঙ্গী ৫৫নং ওয়ার্ডে চারটি কর্মী সভায় যোগ দেন এবং আগামি নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।