
আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম সোমবার দিনব্যাপী মহানগরের টঙ্গীতে ৫৪, ৫৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডে কয়েকটি স্কুলের শিক্ষক, অভিভাবক এবং কারখানার শ্রমিকদের সাথে মতবিনিময় শেষে ৪৬ নম্বর ওয়ার্ডে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইফতার করেন।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম, বেলা এগারটায় ৫৪ নম্বর এ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে, দুপুর আড়াইটায় ৪৬ নম্বরএ শাহাজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজে এবং বিকেলে একই ওয়ার্ডের নওয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় করেন। মাঝে বিকেলে শিল্পাঞ্চলের পিনাকি গার্মেন্টসে শ্রমিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়ে তিনি বলেন, শিক্ষকদের শক্তি আদর্শের শক্তি, আদর্শ শিক্ষকরাই পারে জনগণের কাছে আবেদনের মাধ্যমে একজন আদর্শ মানুষকে নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে। আমি আপনাদের সহযোগীতা চাই। আমি আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য পদ্ধতিগতভাবে একটি আধুনিক নগর করতে চাই। একটি গ্রীন সিটি ক্লিন সিটি গড়ে তুলতে চাই। এই শহর আপনার, আপনাদের সাথে নিয়েই গড়তে চাই। যেখানে সব শ্রেনীর মানুষ সুযোগ সুবিধা নিয়ে বসবাস করতে হবে। তিনি আরও বলেন, শ্রমিকরা আমোদের দেশের অর্থনীতির উন্নয়নে মূল চালিকা শক্তি। শ্রমিকদের কল্যাণে কেন্দ্রীয় সরকারের সাথে সমণ¦য় করে নগরের ৮টি জোনে স্বল্প ভাড়ার আবাসিক ব্যবস্থা গড়ে তুলা হবে। তিনি মতবিনিময়ে আগামী ২৬ জুন নির্বাচনে সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া, সহযোগীতা ও ভোট চান।
এসময় অন্যান্যের মধ্যে মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি এবং টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের গভর্নিং কমিটির সভাপতি মোঃ ফজলুল হক, অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া, মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, শাহাজাউদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, টঙ্গী থানা আ. লীগের সা. সম্পাদক মো. রজব আলী, টঙ্গী থানা যুবলীগের সভাপতি আঃ সাত্তার মোল্লা, টঙ্গী থানা প্রেস ক্লাবের সভাপতি ও ৫৪ নম্বরের আ. লীগ কাউন্সিলর প্রার্থী এম এম হেলাল উদ্দিন, ৫৪ নম্বর ওয়ার্ড আ. লীগে সভাপতি জালাল মাহমুদ, মহানগর ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শেখ, শিল্পি সমণ¦য় পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাসান স্বপন, পিনাকী গার্মেন্টেসের পরিচালক মোঃ ফারুক হোসেন, সিও মোঃ মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।