গাজীপুর অনলাইনঃ আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত গাসিকের সাবেক পৌর এলাকার ৫৭ টি ভোট কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, যুগ্ম আহবায়ক, সদস্য সচিব ও নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে মধ্যে রাত পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং গাজীপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল এর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগরের বাহিরে সুকুন্দি গ্রামে অবস্থিত ছুটি রিসোর্টে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে যোগ দেন।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আলিমউদ্দিন বুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড ওয়াজউদ্দিন মিয়া ও আব্দুর রউফ নয়ন , যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুল হাদী শামীম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড আমানত হোসাইন খান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সহ দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি রনজিৎ মল্লিক বাবু প্রমুখসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নৌকা প্রতীকের বিজয়ের জন্য তৃণমূলের নেতাকর্মীদের কোন থাকলে বিভেদ থাকলে তা গিয়ে ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে নৌকা শুধু জাহাঙ্গীর আলমের মার্কা না, এই মার্কা শেখ হাসিনার মার্কা। এই মার্কা উন্নয়নের মার্কা। এই মার্কার বিজয় নিশ্চিত করা মানে শহীদ আহসান উল্লাহ মাষ্টার খুনি পরিবারকে জবাব দেয়া। শহীদ তাজউদ্দীন আহমেদ, শহীদ ময়েজ উদ্দিন আহমেদ ও শহীদ আহসান উল্লাহ মাষ্টার খুনের জঘন্যতম হত্যাকারীদের রুখতে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকায় ভোট দেয়ার বিকল্প নাই। মতবিনিময় সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এভাবেই তার বক্তব্য পেশ করেছেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেন, আমরা উন্নয়নের জন্য রাজনীতি করি। অন্যদিকে বিএনপির রাজনীতি মানেই হত্যা-সন্ত্রাস জঙ্গিবাদ। এদের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করতে হবে। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যখনই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবে তখনই সব ষড়যন্ত্র মোকাবিলা করে নৌকার বিজয় হবেই। গাজীপুরের সচেতন জনগণ শহীদ আহসানউল্লাহ মাস্টার হত্যায় প্রমাণিত খুনি পরিবারকে ভোট দেবে না।
সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল বলেন, ‘বিগত সিটি নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে ভোটারদের শিক্ষা নিতে হবে। বাংলাদেশের চলমান অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করুন, আমরা গাজীপুরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলব। আগামী ১৫ মে গাজীপুর সিটি নির্বাচনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর বিপুল ভোটে জয়লাভ করবে।’
উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইতিমধ্যে সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল তার নিজ বাসভবনে টঙ্গীর ১৪৪ টি ভোট কেন্দ্র, গাছার ৫০ টি ভোট কেন্দ্র ও কাউলতিয়ার ৩১ টি ভোট কেন্দ্র কমিটি ও নেতৃবৃন্দের সাথে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করনের স্বার্থে ভিন্ন ভিন্ন সময়ে মতবিনিময় ও দিক নির্দেশনা প্রদান করেছেন।