২০১৭ সালের শেষ সিনেমা হিসেবে ঢালিউডে মুক্তি পায় ‘গহীন বালুচর’। সেই সময় বেশ আলোড়ন তৈরি করে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি। এবার দেখা যাবে ছোটপর্দায়।
জানা যায়, দীপ্ত টিভিতে ঈদুল ফিতরের দিন বেলা দেড়টায় প্রদর্শিত হবে ‘গহীন বালুচর’।
গ্রামীণ পটভূমিতে নির্মিত হয়েছে সিনেমাটি। চর কেন্দ্রিক রাজনীতির আবর্তে ঘুরপাক খায় তিন তরুণ-তরুণীর প্রেম।
‘গহীন বালুচর’ পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, জান্নাতুন নূর মুন ও আবু হুরায়রা তানভীর।
আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আফরোজা বানু, সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, শাহাদাৎ হোসেন, শর্মীমালা, রুনা খান, শাহানা সুমী, নাজিবা বাশার প্রমুখ। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।
সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি বিদেশেও মুক্তি পায়।