অনলাইন ডেস্ক ॥ আজ মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দুপুর দেড়টার দিকে গাজীপুর বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের কাছে ভোট স্থগিতের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। তবে তিনি নির্বাচন বর্জন করবেন না, শেষ পর্যন্ত লড়ে যাবেন।
হাসান উদ্দিন সরকার বলেন, এখন পর্যন্ত শতাধিক ভোটকেন্দ্রে বিএনপির এজেন্টকে মারধার ও বের করে দেয়া হয়েছে। জাল ভোট দেয়া হয়েছে। এ অবস্থায় আমি নির্বাচন স্থগিতের দাবি জানাচ্ছি।
নির্বাচন স্থগিতের দাবি জানালেও নির্বাচন বর্জন করবেন না তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসান উদ্দিন সরকার বলেন, আমি নির্বাচনের শেষ পর্যন্ত দেখতে চাই। সাধারণ মানুষ জানুক যে কী হচ্ছে। তবে স্থগিতের দাবি জানাচ্ছি।
এর আগে সকাল ৮টা ২৪ মিনিটে নিজ বাসভবন সংলগ্ন ৫৪ ওয়ার্ডের আউচপাড়ায় বশির উদ্দিন উদয়ন একাডেমি ভোটকেন্দ্রে ভোট দেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।
এদিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বড় ধরনের অনিয়ম ও গোলযোগ ছাড়াই দিনের আধাবেলা পর্যন্ত পার হওয়ায় সন্তোষ প্রকাশ করছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে গাজীপুরে শুরু হওয়া ভোট বিকাল ৪টা পর্যন্ত চলবে। ১১ লাখ ৩৭ হাজারের বেশি ভোটার এ নির্বাচনে সিটি করপোরেশনের নতুন নেতৃত্ব বেছে নিতে ভোট দিচ্ছেন।