উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন গাজীপুর সিটি নির্বাচনের বড় দুই দলের প্রার্থীরা। সরকার ও আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে মামলা হামলার অভিযোগ তুলছেন বিএনপি প্রার্থী এমন অভিযোগ আওয়ামী লীগের। আর, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি বিএনপির।
গাজীপুরের ৬ নং ওয়ার্ডের কাশিমপুর বাজার এলাকায় সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয় থেকে পথসভার মধ্য দিয়ে মঙ্গলবারের নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরাও এ প্রচারণায় অংশ নেন।
এদিকে, বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার গাছা এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। সিটি নির্বাচন সুষ্ঠু করতে সেনা মোতায়েনের দাবি জানান তিনি।
প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ করলেও নির্বাচন অবাধ ,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে এমনটাই প্রত্যাশা ভোটারদের।