প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানে হারিয়েছে টাইগারেরা। বাংলাদেশের দেওয়া ২৮০ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে মাশরাফির বোলিং তোপে ২৩১ রানে অলআউট হয়ে যায়। মাশরাফি দশ ওভার বোলিং করে ১টি মেডেনসহ ৩৭ রানে ৪ উইকেট তুলে নেন। মোস্তাফিজুর এবং রুবেল ও মিরাজ একটি করে উইকেট লাভ করে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সমরা এইসমার সর্বচ্চো ৫২ রান করেন। গেইলেই ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বচ্চো ৪০ রান।
এর আগে দশ বলে রহিমের ৩০ রানের তাণ্ডবে বাংলাদেশ স্কোর বোর্ডে যোগ হয় ২৮০ রান। তামিম দ্বিতীয়বারের মত ১৩০ রানে অপরাজিত থাকেন।
তামিম নিজের দশম সেঞ্চুরি তুলে নিল কিন্তু সাকিব ফিরেছে ৯৭ রানে। তৃতীয় উইকেট জুটিতে একদিনের ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বচ্চো রানে জুটি গড়েন তামিম-সাকিব। ২০৭ রানের এ জুটিতে ভর করে বাংলাদেশ স্কোর বোর্ডে ৪ উইকেটে ২৭৯ রান দাড় করায়। রহিম ৩০ রানে সাজ ঘরে ফিরলেও তিনি প্রমান করে যান, গতির জুজুর ভয় সবাই পায় না।
শুরুতে বিজয় শূণ্য রানে ফিরে গেলে তৃতীয় ব্যাটসম্যান হিসাবে মাঠে নামেন সাকিব। ক্যারিবিয় গতি সামলে এই দুই ব্যাটসম্যান স্কোর বোর্ড সচল রাখে।
দলিয় ২০৮ রানে সাকিব নিজের ৯৭ রানে ফিরে গেলে দ্রুত রান তুলতে ক্রিজে আসে সাব্বির। কিন্তু আম্পিয়ারের ভুল সিধান্তে আউট হলে তামিমের সাথে জুটি বাধেন রহিম।