সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠানের জন্য গঠিত নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে সভাপতি পদে মোল্লা জালাল, আবদুল জলিল ও ওমর ফারুক এই তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাবান মাহমুদ ও জাকারিয়া কাজল। এছাড়া ঢাকা থেকে সহ-সভাপতি পদে দুজন, যুগ্ম মহাসচিব পদে সাতজন, দফতর সম্পাদক পদে তিনজন ও নির্বাহী পরিষদ সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকার বাইরের ময়মনসিংহ ইউনিট থেকে নির্বাহী সদস্য পদে চারজন, চট্টগ্রাম ইউনিট থেকে সহ-সভাপতি তিনজন, যুগ্ম মহাসচিব পদে পাঁচজন, নির্বাহী পরিষদের সদস্য পদে ছয়জন, খুলনা ইউনিট থেকে সহ-সভাপতি পদে দুজন, নির্বাহী সদস্য পদে তিনজন, যশোর ইউনিট থেকে সহ-সভাপতি একজন, যুগ্ম মহাসচিব পদে একজন ও নির্বাহী পরিষদের সদস্য পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নারায়ণগঞ্জ ইউনিটের দুজন নির্বাহী পরিষদ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, রাজশাহী ইউনিটের সহ-সভাপতি ও দুজন নির্বাহী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কুষ্টিয়ায় দুজন নির্বাহী পরিষদের সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কক্সবাজার ইউনিটে দুজন নির্বাহী পরিষদের সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও বগুড়া ইউনিটের যুগ্ম মহাসচিব পদে একজন, নির্বাহী সদস্য পদে দুজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এর আগে ৬ জুলাই নির্বাচন হওয়ার কথা থাকলেও ৫ জুলাই আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়েছিল। ৮ জুলাই স্থগিতাদেশ উঠিয়ে দেওয়ার পর ১৩ জুলাই নতুন করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার আলমগীর হোসেন বলেন, নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে।