অনলাইন ডেস্ক: আর্জেন্টিনা ম্যাচে তার পায়ের ছোঁয়া মন কেড়েছিল আপামর ফুটবলপ্রেমীর। তবে ১৯ বছরের তরতাজা ছেলেটার যে একটা আকাশের মন বিশাল মনও রয়েছে, তা জানার পর তাকে কুর্নিশ জানানো ছাড়া উপায় নেই। মেসিদের বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার অন্যতম কারিগর, জোড়া গোলের মালিক, ফ্রান্সের ফরওয়ার্ড কিলিয়ান এমবাপে জানিয়েছেন, এই বিশ্বকাপে তার যাবতীয় আয় তিনি সেবামূলক কাজে দান করে দেবেন।
কেরিয়ারের প্রথম বিশ্বকাপেই ফ্রান্সের নির্ভরযোগ্য ফুটবলার হয়ে উঠেছেন এই তরুণ তুর্কি। ইতোমধ্যেই তাকে বিশ্বের অন্যতম দামি যুব ফুটবলার হিসেবে ধরা হচ্ছে। ১৯৯৮ সালে প্যারিসে জন্ম। আর এই বয়সেই তিনি লিগ ওয়ানে খেলছেন প্যারিস-সেন্ট জার্মেইনের হয়ে। তাকে বিশাল মূল্য দিয়ে দলে রাখা হয়েছে। এর পরই তিনি হয়ে উঠেছেন বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দামি খেলোয়াড়। এই সবে গত বছর অর্থাত্ ২০১৭ সালে তিনি ফ্রান্সের সিনিয়র টিমের হয়ে ডেবিউ করেছেন। আর এই বিশ্বকাপে গ্রুপ স্তরে পেরুর বিরুদ্ধে গোল করে তিনি রেকর্ড গড়েছেন। ফ্রান্সের হয়ে তিনিই এখন সর্বকনিষ্ঠ ফুটবলার, যিনি মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপে গোল করেছেন। গত ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে দুটি গোল করায় টিনেজার হিসেবে পেলের ঠিক পরেই তাঁর এই কৃতিত্ব।
তবে শুধু নিজের খেলা নয়, সমাজ নিয়েও সমান চিন্তাশীল এই তরুণ ফুটবলার। তিনি একটি সেবামূলক প্রতিষ্ঠান চালান। বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে খেলার আয়োজন করে এই সংস্থা। বিশ্বকাপে তার যাবতীয় উপার্জনও তিনি সেবার কাজেই দান করবেন বলে অঙ্গীকার করেছেন। ম্যাচ ফি থেকে বোনাস - কোনোটাই রাখবেন না নিজের জন্য। তার সেবা প্রতিষ্ঠানের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, তাদের এই ইচ্ছের কথা বলেছেন এমবাপে ও তার পরিবার। প্রতি ম্যাচে তার বেতন প্রায় ১৮ লাখ টাকা। তরুণ ফুটবলারের এই দান কুর্নিশ কুড়িয়েছে বিশ্ববাসীর।- সংবাদসংস্থা