মাত্র ১৮ দিনেই শেষ হল রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবির দৃশ্যধারণ। তবে দুটি গানের শুটিং এখনো বাকি রয়েছে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি আগামী ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবার জোর সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী চলছে এডিটিংয়ের কাজ।
ছবিতে সিয়ামকে দেখা যাবে একজন নেশাগ্রস্থ যুবকের চরিত্রে। আর পূজা চেরি অভিনয় করছেন একজন গার্মেন্টস কন্যার চরিত্রে। এছাড়াও, সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।
সিয়াম আহমেদ বলেন, ‘দিনরাত এক করে শুটিং করেছি। তিন-চার শিফটেও শুটিং করেছি। চরিত্রটাকে নিজের মধ্যে ধরে রাখতে অনেক পরিশ্রম করেছি। এমনও হয়েছে আমার পরিবারের মানুষদের সঙ্গে এই কদিন ঠিকমত মিশতেও পারিনি।’
রাজনৈতিক থ্রিলার নির্ভর ছবিটিতে সামাজিক প্রেক্ষাপটও রয়েছে বলে ‘পোড়ামন ২’-খ্যাত এই অভিনেতা জানিয়েছেন।
এদিকে মাত্র ১৮ দিনে ছবির দৃশ্যধারণ শেষ বিষয়টি অনেকেই দেখছেন বাঁকা চোখে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নির্মাতা জানিয়েছেন, ভালো একটি ছবি শেষ হতে অন্তত দেড় মাস লাগে। সেখানে ‘দহন’ শুনেছি বিগ বাজেটের কিভাবে এটা ১৮ দিনে শেষ হয়? অপরদিকে নির্মাতা-প্রডিউসারের সম্পর্ক অবনতির গুঞ্জনও উঠেছে। যদিও এ ব্যাপারে সবাই মুখে কুলুপ এঁটেছেন। জানিয়েছেন ‘অপেক্ষা করুন সব জানতে পারবেন।’
উল্লেখ্য, নতুন জুটি সিয়াম-পূজা চেরি অভিনীত ‘পোড়ামন ২’ সিনেমাটি গত ঈদে মুক্তি পাওয়ার পর ৫ম সপ্তাহে এসেও আজ নতুন করে ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।