জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে গাজীপুরের দুজন অতিরিক্ত জেলা প্রশাসককে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়— গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মো. মাহমুদ হাসানকে (১৫৪৮৮) পরবর্তী প্রদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখায় ন্যস্ত করা হয়েছে
এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকায় সংযুক্ত) মোহাম্মদ মশিউর রহমানকে (১৫৯৬৮) গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
অপর দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব কে. এম. আল-আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার ইয়াসির আরেফীনকে (১৫৪৮৮) উপ-পরিচালক স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সিগঞ্জ হিসেবে বদলি করা হয়েছে।