রাজশাহী, সিলেট ও বরিশাল তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জনমত জরিপ করেছিল গবেষণা সংস্থা রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি)। ওই জরিপে দাবি করা হয় রাজশাহী ও বরিশালে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে থাকবে। সোমবার (৩০ জুলাই) তিন সিটি নির্বাচনে রাজশাহী ও বরিশালে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন। সত্য হলো জয়ের জরিপ।
নির্বাচনের আগের দিন রোববার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে এ জরিপ সংক্রান্ত তথ্য তুলে ধরেছেন।
তিনি লিখেছেন, ‘আসন্ন বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে পুরো জুলাই মাস ধরে স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টারের (আরডিসি) মাধ্যমে আমরা তিনটি জনমত জরিপ করিয়েছি।’
জরিপের ফলাফল
বরিশাল
সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ (আওয়ামী লীগ) : ৪৪.০%
মুজিবুর রহমান সরোয়ার (বিএনপি) : ১৩.১%
অন্যান্য প্রার্থীরা : ০.৮%
সিদ্ধান্তহীন : ২৩.৫%
উত্তর দেননি : ১৫.৯%
বরিশাল সিটি কর্পোরেশনের ১ হাজার ২৪১ জন নিবন্ধিত ভোটারের মাঝে এই জরিপটি চালানো হয়।
রাজশাহী
খায়রুজ্জামান লিটন (আওয়ামী লীগ) : ৫৮.০%
মোসাদ্দেক হোসেন বুলবুল (বিএনপি) : ১৬.৪%
অন্যান্য প্রার্থীরা : ০.৯%
সিদ্ধান্তহীন : ১২.৩%
উত্তর দেননি : ৯.৬%
রাজশাহী সিটি কর্পোরেশনের ১ হাজার ২৯৪ জন নিবন্ধিত ভোটারের মাঝে জরিপটি চালানো হয়।
সিলেট
বদর উদ্দিন আহমেদ কামরান (আওয়ামী লীগ) : ৩৩.০%
আরিফুল হোক চৌধুরী (বিএনপি) : ২৮.১%
অন্যান্য প্রার্থীরা : ১.৩%
সিদ্ধান্তহীন : ২৩.০%
উত্তর দেননি : ১২.৬%
সিলেট সিটি কর্পোরেশনের ১ হাজার ১৯৬ জন নিবন্ধিত ভোটারের মাঝে জরিপটি চালানো হয়।
প্রসঙ্গত, তিন সিটি করপোরেশন নির্বাচনে রাজশাহী, বরিশালে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিপক্ষে বিপুল ভোটের ব্যাবধানে ভরাডুবি হয়েছে বিএনপির ধানের শীষের। আর সিলেটে কষ্টসাধ্য জয় পেয়েছে বিএনপি।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত ১০টায় গণনার শেষ সময়ে বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়।
রাজশাহীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪ শত ৯২ ভোট।
বরিশালে আওয়ামীলীগের সাদিক আবদুল্লাহ পেয়েছেন ৯৫ হাজার ৪ শত ৪০ ভোট। বিএনপির মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১২ হাজার ৭শত ৬৭ ভোট। সিলেটে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন কামরান পেয়েছেন ৭০ হাজার ৮শত ৯৪ ভোট। বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৬৯ হাজার ৬ শত ৭৩ ভোট।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তবে, জয় পেতে ঘাম ঝড়েছে বিএনপির।
১৩৪টি কেন্দ্রের মাঝে ১৩২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে। সেখানে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদর উদ্দিন কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। আরিফুল ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন।
তবে দুটি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। এ দুটি কেন্দ্রে ভোটার রয়েছেন ৪ হাজার ৭৮৭ জন।
এ নির্বাচনে ১০ হাজার ৯৫৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী নগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের।
আরিফুল হক সিলেটের সদ্যবিদায়ী মেয়র। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদর উদ্দিন কামরানও সিলেটের মেয়রের দায়িত্ব পালন করেছেন।
সিলেট সিটি করপোরেশনে তিন লাখ ২১ হাজার ৭৩২ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার লাখ ৭১ হাজার ৪৪৪ জন ও নারী ভোটার এক লাখ ৫০ হাজার ২৮৮ জন।